Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিগারেট খাওয়া নিয়ে বাবাকে বকাঝকা করলে কি গুনাহ হবে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ০৮:১০ PM
আপডেট: ২৬ আগস্ট ২০১৯, ০৮:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সিগারেট খাওয়া নিয়ে বাবাকে বকাঝকা করলে কি গুনাহ হবে? এ বিষয়ে বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, প্রায় সব ওলামায়ে কেরামের ঐকমত্যে সাব্যস্ত হয়েছে যে, সিগারেট হারাম। 

সুতরাং, সিগারেট বা বিড়ি যারা খাচ্ছে তারা হারাম কাজে লিপ্ত হচ্ছে। আর তাই সিগারেটের জন্য যদি আপনি আপনার বাবাকে বকাঝকা করেন, তাকে টাকা না দেন, এটা আপনার জন্য জায়েজ, নাজায়েজ নয়। কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না।

সিগারেট খাবেন না, এটা শরীরের জন্য ক্ষতিকর, এ ধরনের বিষয়গুলো সম্পর্কে তাকে সচেতন করতে পারেন। দুর্ব্যবহার করা হারাম এবং এটি করলে গুনাহ হবে। আপনি যদি তাকে সতর্ক করেন, তাকে বোঝান তাহলে এটা নাজায়েজ নয়।

কারণ, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ বহু আয়াতে বারবার বলেছেন, মা-বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে। আপনি কেন বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবেন? সিগারেটের ব্যাপারে আপনি তাকে সতর্ক করবেন। সে ক্ষেত্রে যদি তাকে টাকা না দেন, এটাও জায়েজ। তবে তার অন্য প্রয়োজনে তিনি যদি টাকা চান, তাহলে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে।

Bootstrap Image Preview