Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সীমান্তে আবারও সংঘর্ষে ভারত-পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯, ০৬:৪১ PM
আপডেট: ২৩ আগস্ট ২০১৯, ০৬:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত


সীমান্তে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে ভারত এবং পাকিস্তান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাক সেনারা গুলি চালিয়েছে। ভারতের তরফ থেকে এমন অভিযোগ করে বলা হয়েছে যে, বিনা উস্কানিতে নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি শুরু করে পাক সেনাবাহিনী।

কিছুক্ষণ পরই পাল্টা জবাব দেয় ভারতও। গোলাগুলিতে দু’পক্ষের তরফ থেকে এখনও ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে দু’পক্ষ নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ায় সীমান্তে উত্তেজনা বেড়ে গেছে।

জানা যায়, কোনো রকম উস্কানি ছাড়াই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনারা। পাকিস্তান সেনাকে জবাব দিচ্ছে ভারতও। তবে দু পক্ষের গোলাগুলিতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে।

সুন্দরবনির রাজৌরি সেক্টরে আচমকা সংঘর্ষবিরতি লঙ্ঘন করতে শুরু করে পাক সেনারা। ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে বোমা বর্ষণ করতে শুরু করে তারা। জবাবে পাকিস্তানের চেয়ে দ্বিগুণ শক্তিতে পাল্টা হামলা চালায় ভারতের জওয়ানরা। শুরু হয় ক্রস বর্ডার ফায়ারিং৷ দু’পক্ষের মধ্যে এখনও গোলাগুলি চলছে বলে জানা গেছে।

Bootstrap Image Preview