Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘এক কোটি মানুষ হত্যা করলেই শান্তি ফিরবে আফগানিস্তানে’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ০২:০৫ PM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ০২:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গত ১৯ আগস্ট আফগানিস্তানের স্বাধীনতার শতবর্ষ পূর্ণ হয়েছে। স্বাধীনতার শতবর্ষপূর্তি উপলক্ষে দেশটিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু এ সময়ে একের পর এক বোমা হামলায় গোটা দেশই যেন কেঁপে উঠে। আফগান ও বিদেশী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পরিকল্পনা মাফিক হামলা চালানো হয়। 

সম্প্রতি আফগানিস্তানে তালেবান এবং ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর হামলা বেড়ে গেছে বহু গুন। রাজধানী কাবুল এবং অন্যান্য শহরে সম্প্রতি বেশ কিছু হামলায় অনেক মানুষ নিহত হয়েছে।

আফগানিস্তানে শান্তি ফেরাতে হলে কি করতে হবে এবার সেটাই জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এক কোটি মানুষ হত্যা করতে হবে। এক্ষেত্রে কোনো পরমাণু অস্ত্রের দরকার পড়বে না আর সময় লাগবে মাত্র এক সপ্তাহ।

ট্রাম্প বলেন, ‘এই কথা আমি এর আগেও বলেছি এবং আমি ভবিষ্যতে আরও বহুবার বলব। আফগানিস্তানের যুদ্ধ বিজয়ের জন্য কোন রকম পরমাণু বোমার প্রয়োজন নেই। শুধুমাত্র এক কোটি মানুষ হত্যা করলেই চলবে।’

তিনি আরও বলেন, ‘আমি এই এক কোটি মানুষকে হত্যার চেষ্টা করছি না, তবে আমি বলছি এই কাজটি করলে আফগানিস্তানে বিজয় আনা সম্ভব হত।’

প্রসঙ্গত, ২০০১ সালে তালেবান উৎখাতের নামে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালায় এবং ১৮ বছরের যুদ্ধে এখনো কোনো বিজয় আনতে পারেনি।

Bootstrap Image Preview