Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীরে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন, গুলি চালিয়েছে পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০১৯, ১১:১৩ AM
আপডেট: ২২ আগস্ট ২০১৯, ১১:১৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা ও বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ গত ৫ আগস্ট বাতিল করে ভারত সরকার। এরপর থেকেই কাশ্মীরে উত্তেজনা বিরাজ করছে। 

ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, পাকিস্তান বার বার সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। বুধবার (২১ আগস্ট) বিকেলেও কাশ্মীরে গুলি চালিয়েছে পাক সেনারা।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিটে বিনা উস্কানিতে গুলি চালাতে থাকে পাক সেনারা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও।

পাক সেনারা হালকা অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে এবং মর্টার ও গোলাবর্ষণ করেছে। এর আগে গত মঙ্গলবার সকালেও কাশ্মীরের কৃষ্ণা ঘাঁটিতে পাকিস্তানের হামলায় এক ভারতীয় জওয়ান নিহত হয়েছেন।

পাক সেনাদের গোলাগুলিতে আহত হয়েছেন আরও চারজন। তবে পাকিস্তানের সেনা মুখপাত্র এক টুইট বার্তায় দাবি করেছেন যে, কৃষ্ণা ঘাঁটিতে ভারতের এক সেনা কর্মকর্তাসহ ৫ জওয়ান নিহত হয়েছেন। পাকিস্তানের এমন দাবি প্রত্যাখ্যান করে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তান মিথ্যা বলছে।

Bootstrap Image Preview