Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুধ বিক্রির পাওনা টাকা চাওয়ায় গর্ভবতী নারীসহ মা-বাবা খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ০২:১২ PM
আপডেট: ১৯ আগস্ট ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview


নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার কাছে দুধ বিক্রির পাওনা টাকা চেয়ে খুন হয়েছেন একজন গর্ভবতী নারী ও তার মা-বাবা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডের রামগড় জেলার বরকাকানা রেল কলোনিতে।

গুলিতে মৃত্যু হয়েছে রেলের সাফাইকর্মী অলোক রাম, তার স্ত্রী লীলাদেবী ও মেয়ে মীনা দেবীর। আর খুনি পবনকুমার সিং একজন আরপিএফ জওয়ান। খুনের পরই গা-ঢাকা দিয়েছেন তিনি।

শনিবার রাতের পর থেকে এই ঘটনার প্রতিবাদ জানাতে আরপিএফের বিরুদ্ধে পথে নেমেছেন রেলকর্মীরা। এলাকা এতটাই উত্তপ্ত যে সামাল দিতে আরপিএফ কমান্ডান্ট হেমন্তকুমার ধানবাদ থেকে বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঝাড়খণ্ড পুলিশও পিকেটিং বসিয়েছে।

মৃত অলোক রামের এক মেয়ে সুমন দেবী আর ছেলে চিণ্টু রাম গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি।

আহত সুমনদেবী পুলিশের কাছে অভিযোগ করেছেন, আরপিএফ কনস্টেবল পবনকুমার সিং তাদের কাছ থেকে গরুর দুধ কিনত। কিন্তু দীর্ঘদিন ধরে পয়সা না দেওয়ায় তাকে দুধ দেওয়া বন্ধ করে দেন। শনিবার রাত দশটা নাগাদ পবন এসে দুধ চাইলে অলোক রাম জানান, দুধ নেই। একথা শুনে বচসা শুরু করে পবন। ঘরে ঢুকে লাথি মেরে জিনিসপত্র ভাঙতে থাকে। কোমর থেকে রিভলভার বের করে বাবা-মা ও তাদের তিন ভাইবোনকে গুলি করে।

গুলির শব্দে ছুটে আসেন আশপাশের মানুষজন। তারপর প্রত্যেককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান। আর এই সুযোগে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পবন।

খবর পেয়ে বরকাকানা থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। এদিকে ওইদিন রাত থেকেই নিরাপত্তাহীনতা ও আরপিএফ কর্মীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন রেলকর্মীরা। এই ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসডিপিও প্রকাশ চন্দ্র জানান, ওই জওয়ান রিভলভার থেকে না রাইফেল থেকে গুলি করেছে তা দেখা হচ্ছে। রিভলভার হলে সে আরপিএফ অফিসারের বডিগার্ড হবে।

বিক্ষোভকারী রেলকর্মীদের অভিযোগ, খনি অঞ্চলে মাফিয়াদের সঙ্গে সখ্য আরপিএফদের। মস্তানি করা এদের স্বভাব।

Bootstrap Image Preview