Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার মোদীর চাপে বাড়ির ছাদে নামাজ পড়ছেন মুসল্লিরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০৯:৫৫ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাস্তায় নামাজ পড়া বন্ধ করে দিয়েছে ভারতের উত্তরপ্রদেশের আলিগড় প্রশাসন। মুসলিমরা রাস্তার ওপর নামাজ আদায় করায় গত কয়েক দিন ধরে প্রতি শনি ও মঙ্গলবার রাস্তায় বসে হনুমান চালিশা পাঠ করছিল কয়েকটি হিন্দু সংগঠন। একই সঙ্গে মহাআরতিও করা হচ্ছিল।

প্রশাসন জানায়, দুই ধর্মের মধ্যে এমন পরিস্থিতির কারণে সব কিছুই বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে আগাম অনুমতি ছাড়া রাস্তার ওপর শুক্রবারের নামাজ আদায়েও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এই নিষেধাজ্ঞা করার পরই আলিগড় শহরে মুফতি মোঃ খলিল আহমেদ শহরের সমস্ত মসজিদের প্রশাসকদের অনুরোধ জানিয়েছিলেন যে, রাস্তায় নামাজের বদলে মসজিদ এর কাছাকাছি বাড়ির ছাদ ব্যবহার করার জন্য ।

এই নিষেধাজ্ঞার পর প্রথম শুক্রবার সেখানকার বেশ কয়েকটি মসজিদের পাশে এই দৃশ্য দেখা গিয়েছে। যেখানে নামাজ পড়ে এমন সংখ্যা অনেক বেশি ছিল। এদিন কথা মতোই মসজিদের আশপাশে বাড়ির মালিকেরা নামাজের জন্য নিজেদের বাড়ির ছাদ খুলে দিয়েছিলেন। যদিও প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মসজিদের সামনে ছিল কড়া পুলিশি পাহারা। এরপর আলীগড় এর মুসলমানেরা সিদ্ধান্ত নিয়েছেন যে, প্রশাসনের নির্দেশকে তারা সম্মান জানাবে। এবং জুম্মার নামাজে কিছুটা অসুবিধে মেনে নেওয়ার জন্য মুসলিমদের কাছে আবেদন জানানো হয়েছে।

মুফতি খালিদ হামিদ জুম্মার নামাজের পর সব পক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যারা মুসলিমদের নামাযের উদ্দেশ্যে নিজেদের বাড়ির ছাদ খুলে দিয়েছিলেন।

Bootstrap Image Preview