Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মীর উত্তেজনা: মেহবুবা মুফতি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ আগস্ট ২০১৯, ০৯:০৫ PM
আপডেট: ০৫ আগস্ট ২০১৯, ০৯:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গৃহবন্দী দশা থেকে গ্রেফতার করা হলো জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে। রোববার রাত থেকেই তাকে গৃহবন্দী করে রাখা হয়েছিলো। গ্রেফতারের পর তাকে শ্রীনগরের হরিনিবাস বিশ্রামাগারে নেওয়া হয়েছে। এনডিটিভি।

কাশ্মীর পুলিশের একটি সূত্র এনডিটিভিকে নিশ্চিত করেছে সোমবার মুফতিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে কোন থানায় বা কারাগারে না নিয়ে বাড়ির কাছের সরকারি এক অতিথিশালায় নেয়া হয়েছে। পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মুফতি, গত বছরের জুলাই পর্যন্ত বিজেপির সঙ্গে জোট করে ক্ষমতায় ছিলেন। গত সপ্তাহের শুরুতে রাজ্যটিতে সেনা উপস্থিতি বৃদ্ধি শুরুর পর থেতে তিনি উচ্চকণ্ঠ ছিলেন।

রবিবার রাত থেকে মুফতি ছাড়াও কাশ্মীরের আরো দুই মূলধারার রাজনীতিবীদ ওমর আবদুল্লাহ ও সাজ্জাদ লোনকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এরপরেই সকালে রাজসভায় বিল তুলে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়া হয়। তবে আবদুল্লাহ ও লোনকে এখনও আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়নি।

Bootstrap Image Preview