Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইউরোপে তীব্র দাবদাহ, অরেঞ্জ অ্যালার্ট জারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯, ০৪:০৭ PM
আপডেট: ২৫ জুলাই ২০১৯, ০৪:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলোর জনজীবন। এর মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে ফ্রান্সে। দেশটির বোরডিয়াক্স শহরে তাপমাত্রা রেকর্ড ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। ফ্রান্সে জারি হয়েছে ওরেঞ্জ সতর্কতা। যা দ্বিতীয়স্তরের সতর্কতা হিসেবে পরিচিত। 

তীব্র দাবদাহ চলছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ানোয় দেশটিতে দাবানলের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

গত জুনে ইউরোপে সবচেয়ে বেশি গরম পড়েছিল পোল্যান্ড, জার্মানি, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবুর্গ। এদিকে আগামী ১ সপ্তাহে ইউরোপ জুড়ে যে তাপপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া দফতর দিয়েছে তা ইউরোপের যাবতীয় গরমের রেকর্ড ভেঙে দিতে চলেছে।

ইউরোপের সিংহভাগ জুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। একেই দমবন্ধ করা, ঝলসে দেওয়া গরমে পুড়ছেন ইউরোপবাসী। এর মধ্যে এমন এক পূর্বাভাসে তাদের আতঙ্ক আরও বেড়েছে।

স্পেন ও পর্তুগালে এমন রেকর্ড গরম থেকে দাবানলের পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র দাবদাহ চলছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ানোয় দেশটিতে দাবানলের সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

Bootstrap Image Preview