Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তৃতীয়বার এমন হলে এক বছর মাঠের বাহিরে থাকবেন মাশরাফি !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুলাই ২০১৯, ১১:৪৪ AM
আপডেট: ২১ জুলাই ২০১৯, ১১:৪৪ AM

bdmorning Image Preview


শ্রীলংকা সফরের ঠিক আগ মুহুর্তে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দিন। দুজনকেই তিন সপ্তাহ পুনর্বাসনে রাখা হবে। জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। এদিকে, কাঁধের ইনজুরি কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন রিয়াদ। লঙ্কানদের বিপক্ষে চাইলে করতে পারবেন বোলিংও।

বিশ্বকাপেও গ্রেড ওয়ান ইনজুরি নিয়ে খেলেছেন ম্যাশ। একই ইনজুরি আঘাত হানলো দ্বিতীয়বার। বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বললেন, তৃতীয়বার এমন হলে বছরখানেক মাঠের বাইরে থাকতে হবে মাশরাফীকে। এবার তাই কোন ঝুঁকি নয়, মাশরাফীকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে মেডিকেল বোর্ড।

সময়টা ভালোই কাটছিলো সাইফুদ্দিনের। বিশ্বকাপে দলের হতশ্রী পারফরম্যান্সের মাঝেও ব্যাটে-বলে ছিলেন উজ্জ্বল। ইনজুরির আঘাতে লঙ্কার বিমান ধরতে পারেননি তিনিও। পিঠের ইনজুরি ভোগাচ্ছে সাইফুদ্দিনকে। সম্ভাবনাময় অলরাউন্ডারকে নিয়েও ঝুঁকি নিতে চায়না দল। সাইফুদ্দিনকেও তাই মাঠের বাইরে থাকতে হবে কমপক্ষে তিন সপ্তাহ।
 

Bootstrap Image Preview