Bootstrap Image Preview
ঢাকা, ২০ বুধবার, নভেম্বার ২০১৯ | ৬ অগ্রহায়ণ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ার, কসাই ডেকে স্ত্রীর মাথা কাটলেন স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০৪:৫৩ PM
আপডেট: ২০ জুলাই ২০১৯, ০৪:৫৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একাধিক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল স্ত্রীর। সেই পরকীয়ার জেরে স্বামী-স্ত্রীর মধ্যে প্রতিদিনই অশান্তি লেগেই ছিলো। শেষে কসাইকে ৩০ হাজার টাকা সুপারি দিয়ে স্ত্রীকে খুন করালো স্বামী। পশ্চিমবঙ্গের শিবপুরে এঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে হাওড়ার বালি জেটিয়া হাউসের কাছে গঙ্গার ঘাটে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এসময় খোলা একটি ব্যাগে এক মহিলার কাটা মাথা দেখে সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ব্যাগ দুটি উদ্ধার করে। এরমধ্যে একটি ব্যাগে কাটা মাথা ও দেহের উপরের টুকরো অংশ রয়েছে। অন্য একটি ব্যাগে ৫টি ধারালো অস্ত্র ও জামাকাপড় পাওয়া যায়।

জানা যায়, পশ্চিমবঙ্গের শিবপুরের গণেশ চ্যাটার্জি লেনের বাসিন্দা সোনি রজক নামে এক মহিলা নিখোঁজ হয়েছিলেন। যার সঙ্গে উদ্ধার হওয়া কাটা মাথার মিল রয়েছে। এরপরই পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন।

এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে- কসাই দিলওয়ার, নিহতের স্বামী উপেন্দ্র রজক ও শাকিল আহমেদ নামে আরও এক ব্যক্তিকে। খুনে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে নিহত মহিলারদেহের উপরের অংশ পাওয়া গেলেও, নীচের অংশ পাওয়া যায়নি।

Bootstrap Image Preview