Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে ৫.৬ মাত্রার ভূমিকম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জুলাই ২০১৯, ০৬:১৯ PM
আপডেট: ১৯ জুলাই ২০১৯, ০৬:১৯ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ভারতের অরুণাচল প্রদেশ, আসাম এবং উত্তর-পূর্ব অঞ্চলের অন্যান্য রাজ্যে শুক্রবার বিকেলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উপকেন্দ্রটি ছিল অরুণাচল প্রদেশের ইস্ট কামেং জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। 

শুক্রবার (১৯ জুলাই)  প্রকাশিত এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম নিউজ 18 দেশটির মেট অফিসের বরাত দিয়ে এসব তথ্য জানায়।

একাধিক খবরের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, এদিন বিকেল ২টা ৫২ মিনিটে আসামের গুয়াহাটিসহ বেশকিছু অঞ্চল, নাগাল্যান্ডের দিমাপুর এবং অন্যান্য অঞ্চলে কম্পন অনুভূত হয়।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই ভূমিকম্পের ফলে এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Bootstrap Image Preview