Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুম্বাই হামলার মূলহোতা ও লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ০৩:১০ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ০৩:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মুম্বাই হামলার মূলহোতা পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ মুহাম্মদ সাঈদকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুলাই) লাহোরের গুজরানওয়ালা থেকে তাকে আইনশৃঙ্খলাবাহিনী গ্রেফতার করেছে বলে জানিয়েছে পাঞ্জাব কাউন্টার টেরোরিজম বিভাগ।

গুজরানওয়ালা যাওয়ার পথে কাউন্টার টেরোরিজম বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে তা এখনো জানা যায়নি। তবে সন্ত্রাসবাদে অর্থায়নের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ আনা হতে পারে বলে কাউন্টার টেরোরিজম বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে গত ৩ জুলাই হাফিজ সাইদ-সহ জেইউডির শীর্ষ ১৩ নেতাকে কালো তালিকাভূক্ত করে পাকিস্তান সরকার। দেশটির সন্ত্রাসবিরোধী আইন-১৯৯৭ অনুযায়ী জেইউডির এই নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন ও মানি লন্ডারিংয়ের অন্তত দুই ডজন মামলা বিচারাধীন রয়েছে।

২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে জঙ্গি হামলায় ১৬৬ জনের প্রাণহানি ঘটেছিল। হামলার জন্য ভারত হাফিজ সাঈদ নেতৃত্বাধীন জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বাকে দায়ী করে আসছিল। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাঈদ।

মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে হাফিজ সাঈদকে বরাবরই অভিযুক্ত করে আসছে ভারত। এমনকি যুক্তরাষ্ট্রও মনে করে ২০০৮ সালের ওই হামলার পেছনে হাফিজ সাঈদের হাত ছিল। হাফিজ সাঈদকে ধরার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মুম্বাই হামলার সাথে জড়িত থাকার কথা বারবার অস্বীকার করেছে হাফিজ সাঈদ।

Bootstrap Image Preview