Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যে অভিজ্ঞতা ছাড়া বিরাট কোহলিদের কোচ হওয়া যাবে না 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০১৯, ১২:২৯ PM
আপডেট: ১৭ জুলাই ২০১৯, ১২:২৯ PM

bdmorning Image Preview


চুক্তি নবীকরণ হচ্ছে না ভারতীয় কোচ রবি শাস্ত্রীর। তবে টিম ইন্ডিয়ার কোচ হতে হলে নতুন করে আবেদন করতে হবে না শাস্ত্রীকে। আগামী ৩০ জুলাই বিকেল ৫টার মধ্যে সব পদের জন্য আবেদন করতে হবে।

এদিকে আগামী মাসে শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। সেই সফরের কথা মাথায় রেখেই ৪৫ দিন বাড়ানো হয়েছে রবি শাস্ত্রী, সঞ্জয় বাঙ্গারদের মেয়াদকাল।

এরপর ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে  ১৫ সেপ্টেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজেই নতুন কোচ ও সাপোর্ট স্টাফ দেখা যেতে পারে। 

ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হতে ন্যূনতম যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। কী সেই শর্ত?
১) টেস্ট খেলছে এমন কোনো দেশকে কমপক্ষে দু'বছর কোচিংয়ের অভিজ্ঞতা।

২) সহযোগী দেশ বা আইপিএল'র কোনো দলকে তিন বছর কোচিংয়ের অভিজ্ঞতা।

৩) ৩০টি টেস্ট বা ৫০টি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে।

৪) বয়স ৬০ বছরের কম হতে হবে। 

Bootstrap Image Preview