Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইএস জঙ্গির স্ত্রী-সন্তানদের প্রত্যাবাসনে জার্মানির আদালতে রুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০১৯, ১২:২৩ PM
আপডেট: ১২ জুলাই ২০১৯, ১২:২৩ PM

bdmorning Image Preview


তিন শিশু সন্তানসহ এক আইএস জঙ্গির স্ত্রী ও সন্তানদের প্রত্যাবাসনে রুল জারি করেছেন জার্মানির একটি আদালত।

আদালত বলছেন, সিরিয়ার শরণার্থী শিবিরে থাকলে ওই তিন সন্তানের ক্ষতি হবে।

এর আগে ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবদেন জানায়। কিন্তু পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা প্রত্যাখান করলে বিষয়টি আদালতে আসে।

এরপর বার্লিনের একটি আদালত তাদের প্রত্যাবাসনে রুল জারি করেন। জার্মানিতে এটিই প্রথম এ ধরনের রুল জারির ঘটনা।

জার্মানি ইতোমধ্যে ওই নারী বাদে তার সন্তানদের মধ্য থেকে দুই একজনকে দেশে আনার প্রস্তুতি নিয়েছে। ওই নারী বিচ্ছিন্নতাবাদী হয়ে থাকতে পারেন এবং তিনি জার্মানির জন্য ক্ষতির কারণ হতে পারেন উল্লেখ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আদালতের যুক্তি হলো, এক্ষেত্রে নিষ্ক্রিয় থাকলে শিশু তিনটি ভয়াবহ, অযৌক্তিক এবং অপ্রত্যাশিত ঝামেলায় পড়বে।

স্থানীয় একটি সংবাদপত্র জানিয়েছে, শিশু তিনটির বয়স যথাক্রমে আট বছর, সাত বছর এবং দুই বছর। তাদের মায়ের বাড়ি লোয়ার স্যাক্সনি রাজ্যে।

Bootstrap Image Preview