Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বুক ভিলেজ: যে গ্রামের প্রত্যেকটি ঘরেই রয়েছে 'বইয়ের ভাণ্ডার'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০১৯, ০৮:২৩ PM
আপডেট: ০৭ জুলাই ২০১৯, ০৮:২৩ PM

bdmorning Image Preview


গ্রামের প্রত্যেকটি ঘরেই রয়েছে লাইব্রেরি। এখানকার প্রতিটি মানুষই বইপ্রেমিক। এই অসাধারণ গ্রামটি ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলার।

হিন্দুস্তান টাইমস জানায়, ভিলার নামে ছোট গ্রামটির প্রায় সব মানুষই গ্রন্থানুরাগী। ইতিমধ্যে গ্রামটি ‘বুক ভিলেজ’ বা বইয়ের গ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে।

মূলত গ্রামের প্রত্যেকটি ঘরকে নিয়ে গড়ে তোলা হয়েছে বিশাল একটি লাইব্রেরি। এর দেখভাল করার জন্য রয়েছে আলাদা ব্যক্তিও। রয়েছে একজন গ্রন্থাগারিকও।

গ্রন্থাগারিক তেজস্বী যতিন বলেন, “এই ধারণা নিয়ে প্রথম ভারতে নিয়ে আসেন রাজনীতিবিদ বিনোদ তাওদে। লন্ডনে গিয়ে সেখানকার এক গ্রামে এমনটা দেখেন বিজেপির এই নেতা। সেখানে তিনি দেখেন, প্রতিটি ঘরেই বই সাজানো। পরবর্তীতে এই গ্রামকে তিনি এমন প্রজেক্টের জন্য বেছে নেন। গ্রামবাসীদের সহায়তায় এখানে গড়ে উঠেছে এই লাইব্রেরি।”

পুরো প্রজেক্টটি গড়ে উঠেছে গ্রামের ৩০টি ঘর নিয়ে। নানা ক্যাটাগরিতে বই সাজানো আছে ঘরগুলোতে। যে কোনো দর্শনার্থী চাইলে বই পড়তে যে কোনো ঘরে প্রবেশ করতে পারবে, এমন ব্যবস্থাও আছে। প্রতিটি ঘরে করা হয়েছে সুন্দর অলংকরণ।

যতিন জানান, পাঠকদের বেশিরভাগ হচ্ছে নানান বয়সী শিক্ষার্থী। তাদের প্রয়োজন ও পছন্দকে প্রাধান্য দিয়ে এখানে রয়েছে বিপুল সংখ্যক বই। রয়েছে শিশু-কিশোর সাহিত্যের বিশাল সম্ভার। মারাঠি ভাষায় প্রায় ১৫ হাজার বই রয়েছে এখানে।

পাশের গ্রাম থেকে আসা এক দর্শনার্থী সুমিত চন্দ্রকান্ত কুমার বলেন, “আমি শুনেছি গ্রামের সব ঘর মিলে একটি লাইব্রেরি গড়ে উঠেছে এখানে। সেটা দেখতে আসলাম। বইপ্রেমিকদের জন্য দারুণ এক পরিবেশ এবং সুযোগ-সুবিধা তারা সৃষ্টি করেছেন।”

Bootstrap Image Preview