Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চোখের জলে বিদায় নিলো মেসিরা 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জুলাই ২০১৯, ০৮:৩৫ AM
আপডেট: ০৩ জুলাই ২০১৯, ০৮:৩৫ AM

bdmorning Image Preview


ভাগ্য সহায় ছিলো না মেসিদের । গোল করার সুযোগও পেয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য তাদের সব চেষ্টায়  ব্যর্থ হয়। দারুণ জয়ে কুতিহোরা যেমন ছিলো হাসি মুখে ঠিক ততটাই চোখের জল ফেলিয়ে মাঠ ছাড়েন মেসিরা। 
 
প্রথমার্ধে খেলা ২১ মিনিটের মাথায় আর্জেন্টিনার জালে বল পাঠান ব্রাজিলের স্টাইকার গ্যাব্রিয়েল জেসুস। দুর্দান্ত এই গোলে ১-০ গোলে এগিয়ে  যায় ব্রাজিল।  

১ গোল খাওয়ার পরে টনক নড়ে মেসিদের । গোল পরিশোধের জন্য পাল্টা আক্রমণ চালাতে থাকেন। কিন্তু তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়। 

খেলার দ্বিতীয়আর্ধের শুরু থেকেই আর্জেন্টিনা একের পর এক আক্রমণ চালা থাকে। কিন্তু ভাগ্য তাদের সহায় হয় না। উল্টো ৭৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোল খেয়ে বসে। এরপর গোল শোধ দিতে ব্যর্থ হয় মেসিরা। অবশেষে ২ গোলের হার নিয়ে কোপা আমেরিকা থেকে বিদায় নেয় মেসিরা। 

ব্রাজিলের মাঠে কোপায় কখনই ব্রাজিলকে হারাতে পারেনি আর্জেন্টিনা। ১৯১৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মোট ছয় ম্যাচে আর্জেন্টিনার সেরা সাফল্য ১৯৮৩ সালে একটি গোলশূন্য ড্র। আজও ব্রাজিলকে হারাতে ব্যর্থ হলো তাঁরা। 

Bootstrap Image Preview