Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শুক্রবার, অক্টোবার ২০১৯ | ২ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

অভিনয়কে গুড বাই জানালেন নওশীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জুন ২০১৯, ০৭:৫০ PM
আপডেট: ২৬ জুন ২০১৯, ০৭:৫৪ PM

bdmorning Image Preview


দীর্ঘ দশ বছরের ক্যারিয়ারে আরজে, উপস্থাপনা, মডেলিং ও অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন নওশীন। তবে এসব কাজের বাইরেও তিনি নানান বিতর্কিত কাজে জড়িয়ে বেশ সমলচিত হয়েছেন। আলোচিত-সমলোচিত এই তারকা এবার অভিনয়কে গুড বাই জানাচ্ছেন। এমনটাই জানিয়েছেন তিনি।

নওশীন বলেন, অভিনয় জগত থেকে দূরে থাকার সিদ্ধান্তটা আগে থেকেই ছিল। তবে তা বিভিন্ন কারণে হয়ে উঠছিল না। সম্প্রতি আমি ওমরা হজ করে এসেছি। আর এসেই আমি আমার সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করেছি। এখন থেকে আমাকে আর অভিনয়ে দেখা যাবে না। আপাতত অভিনয়ের কোনও কাজ নেই আমার হাতে। আর ভবিষ্যতেও নতুন কোনও কাজে যুক্ত হবো না।

নওশীন রেডিও টুডে’র আরজে হিসেবে তুমুল পরিচিতি পান। এরপর ‘জেগে আছো কি’ অনুষ্ঠানের মধ্য দিয়ে টিভি উপস্থাপনায় নাম লেখান তিনি। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

ছোট পর্দায় রাজিব আহমেদের নির্দেশনায় ‘নিয়তি নিয়তি নিতান্তই’ নাটকে পার্থ বড়ুয়া ও তিন্নির সঙ্গে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন নওশীন। এরপর অসংখ্য ধারাবাহিক, টেলিফিল্ম ও খণ্ডনাটকে অভিনয় করেছেন।

নওশীন অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘টক শো’, ‘ভাষা পেলো ভালোবাসা’, ‘জয়িতার জন্য’, ‘নিউইয়র্ক’, ‘আপদ’, ‘হঠাৎ দেখা’, ‘ছায়া আবৃতা’, ‘ক্ষণিকালয়’, ‘রেড লাইন’, ‘ঘুড়ি উড়ে’, ‘শেষ রাতের বৃষ্টি’, ‘নোনতা চা’ প্রভৃতি। নাটকের পাশাপাশি অসংখ্য বিজ্ঞাপনে দেখা গেছে তাকে।

Bootstrap Image Preview