Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রেস্টুরেন্টের গোপন কক্ষে অসামাজিক কাজ, ৩ তরুণীসহ আটক ১১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০১৯, ০১:২১ PM
আপডেট: ২৪ জুন ২০১৯, ০১:২৪ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বাংলার তাজমহল সংলগ্ন তিনটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তিন তরুণী ও তিন যুবককে আটক করেছে পুলিশ।

এছাড়াও রেস্টুরেন্টের ভেতরে অসামাজিক কাজের জন্য রুম ভাড়া দেয়ায় হোটেল ম্যানেজারসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সলিমুল্লাহ জানান, পেরাব এলাকায় বাংলার তাজমহল সংলগ্ন বিভিন্ন রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপ চলে বলে অভিযোগের উপরে ভিত্তি করে অভিযান পরিচালনা করা হলে তাদের আটক ।

রবিবার বন্ধু, মমতা ও রাজকন্যা নামে তিনটি রেস্টুরেন্টের গোপন কক্ষ অসামাজিক কার্যকলাপের অভিযোগে ছয় তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। এছাড়া অনুমোদন ছাড়া রুম ভাড়া দেয়ায় হোটেল ম্যানেজারসহ আরও পাঁচজনকে আটক করা হয়েছে।

এলাকাবাসী জানায়, পেরাব এলাকার উজ্জ্বল ভূঁইয়া নামে এক ব্যক্তির তত্ত্বাবধানে তাজমহল, পিরামিড ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন যাবত অসামাজিক কার্যকলাপ চলছে। উপজেলার আইনশৃঙ্খলা সভায় জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শীপলু এ বিষয়টি বারবার তুলে ধরলেও রহস্যজনক কারণে প্রশাসন বিষয়টি এড়িয়ে আসছিল।

অবশেষে রবিবার পুলিশ তাজমহল তিনটি রেস্টুরন্টে অভিযান চালিয়ে গোপন কক্ষে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করেছে।

Bootstrap Image Preview