Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও আসছে ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৮:০০ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৮:০০ PM

bdmorning Image Preview


হলিউড সিনেমা 'অ্যাভেঞ্জার্স : এন্ডগেম' মুক্তির পর থেকেই বক্স অফিসে ব্যাপক ঝড় তুলেছিল। সিনেমাটির টিকিট পেতে বেশ কয়েকটি দেশের দর্শকরা নানান কাণ্ড ঘটিয়েছেন।

এই সফলতার হাত ধরে আবারও আসতে চলছে সিনেমাটি। মারভেল স্টুডিওর প্রধান জানিয়েছেন, সিনেমাটি সামনের সপ্তাহে নতুন দৃশ্যসহ পুনরায় মুক্তি দেওয়া হবে। তিনি আরও বলেন, জেমস ক্যামেরনের 'অ্যাভাটর' সিনেমার রেকর্ড ভাঙাসহ বক্স অফিসে এই সিনেমা এমন রেকর্ড গড়বে যে, সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হবে এটি।

কেভিন ফেইজ বেশ কিছু গণমাধ্যমকে বলেছেন, সিনেমাটিতে বাড়তি কিছু দৃশ্য সংযোজন করা হবে। শুধু বাড়তি দৃশ্যই না, সিনেমাটির শেষের দৃশ্যে নতুন কিছুও দেখতে পাবে দর্শকরা। চলতি মাসের ২৮ তারিখ সিনেমাটি পুনরায় মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি আমরা।

তিনি আরো বলেন, আপনি যদি সিনেমাটি শেষে ক্রেডিট লাইন বর্ণনার পরেও বসে থাকেন, তাহলে কিছু আশ্চর্য দৃশ্য দেখতে পাবেন। যেটা সত্যিই আপনাকে বিস্মিত করবে। তবে কত সংখ্যক সিনেমা হলে এবার সিনেমাটি মুক্তি দেওয়া হবে তা এখনই বলতে পারছিনা।

জানা গেছে, ২৬ এপ্রিলের পর বহু প্রেক্ষাগৃহে প্রদর্শন শেষে বর্তমানে এক হাজার চারশ ২০ হলে সিনেমাটি চলছে।

সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে তিনশ ৫০ মিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয় এবং বিশ্বব্যাপী এক দশমিক দুই বিলিয়ন ডলারের টিকিট বিক্রি হয়ে যায়।

অ্যাভাটর সিনেমা বিশ্বব্যাপী আয় করেছে দুই দশমিক ৭৮ বিলিয়ন ডলার। এরই মধ্যে টাইটানিকের আয়ের রেকর্ড ভেঙে ফেলেছে অ্যাভেঞ্জার্স। এবার অ্যাভাটরের রেকর্ড।

Bootstrap Image Preview