Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫০ বছরের মধ্যে রোবট শিক্ষক চায় শিশুরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৭:০৮ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৭:০৮ PM

bdmorning Image Preview


যুক্তরাজ্যের প্রায় অর্ধেক শিশু-কিশোর মনে করে আগামী ৫০ বছরের মধ্যে শিক্ষকের ভূমিকা পালন করবে রোবট।

এক গবেষণা জরিপে দেখা গেছে, ৮ বছর থেকে ১৬ বছর বয়সী ৪৭ শতাংশ শিশু-কিশোর মনে করে অত্যাধুনিক প্রযুক্তির রোবটই তাদেরকে শিক্ষার আলো দেবে।

এক তৃতীয়াংশ শিশু-কিশোরের ধারণা, ৫ দশক পর বাসা বাড়িতে কাজ করার জন্য থাকবে রোবট হেলপার। প্রতি ৫ জনে ১ জন মনে করে, ওই সময়ের মধ্যে মানুষ মহাকাশে ছুটি কাটানো শুরু করবে।

তবে আগামী ৫০ বছর পর সব কিছুই যে উন্নত থেকে উন্নততর হবে তা তারা মনে করে না। প্রতি ৪ জনে ৩ জন বলেছে, ওই সময় কোনো শহরের বাতাসই আর বিশুদ্ধ থাকবে না। অধিকাংশের মতে, বৈশ্বিক উষ্ণতার কারণে ৫০ বছর পর দুই মেরুর বরফ গলতে শুরু করবে। প্রায় ৪০ শতাংশের মতে, তখন শ্বেত ভাল্লুকেরও বিলুপ্তি ঘটবে।

জরিপটি থেকে জানা গেছে, ১৮ জনে একজন শিশু-কিশোর জলবায়ু বিপর্যয় নিয়ে প্রতিদিন অন্তত একবার চিন্তা করে।

মোট ১০০২ শিশু-কিশোর জরিপটিতে অংশ নেয়।

Bootstrap Image Preview