Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের হংকংয়ে রাস্তায় বিক্ষোভকারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিল ও হংকংয়ের চীনপন্থি প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগের দাবিতে ফের রাস্তায় নেমেছে হংকংবাসী।

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যা থেকে বিক্ষোভকারীরা হংকংয়ের আইন পরিষদ কমপ্লেক্সের সামনে জড় হতে শুরু করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বিক্ষোভকারীরা তাদের দাবি জানিয়ে হংকং কর্তৃপক্ষকে বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা বেধে দেয়। কিন্তু গতকাল পর্যন্ত কোন ধরনের সাড়া না পাওয়ায় বিক্ষোভকারীরা ফের রাস্তায় নামার ঘোষণা দেয়। ইতিমধ্যে হাজারো বিক্ষোভকারী কালো পোশাক পরে রাস্তায় নেমেছে।

আন্দোলনে আসা ১৭ বছর বয়সের শিক্ষার্থী চ্যান পাক-লাম রয়টার্সকে বলেন, আমাদের স্বাধীনতার জন্য আমরা লড়াই করতে চাই।

তিনি আরও বলেন, ‘আমরা চাই প্রত্যর্পণ বিল পুরোপুরি বাতিল করা হোক, প্রত্যাহার নয়। আমি আজকে রাত পর্যন্ত আন্দোলনে আছি, হয়ত সেটা রাত ১০ টা পর্যন্ত। এরমধ্যে যদি হং কং কর্তৃপক্ষ কোন সাড়া না দেয় তাহলে আমরা আবার বিক্ষোভে আসব।

এর আগে এই বিলের বিরুদ্ধে ও ক্যারি লামের পদত্যাগের দাবিতে গত ১৬ জুন হংকংয়ে অন্তত ২০ লাখ বিক্ষোভকারী রাজপথে নামে।

বিক্ষোভকারীরা সেদিন হংকংয়ের শাসক লামের পদত্যাগ, বিলের কার্যক্রম স্থায়ীভাবে বাতিল ও বল প্রয়োগের জন্য পুলিশকে জনগণের কাছে ক্ষমা চাওয়ারও দাবি জানায়।

বিচারের জন্য বাসিন্দাদের চীনের মূল ভূখণ্ডে পাঠানোর সুযোগ রেখে একটি বহিঃসমর্পণ বিল পাসের উদ্যোগ নিয়েছিল হংকংয়ের কর্তৃপক্ষ। কিন্তু বেইজিংয়ের দুর্বল আইন এবং মানবাধিকার রেকর্ডের কারণে সেখানে কাউকে পাঠানো নিরাপদ মনে করছে না হংকংয়ের বাসিন্দারা।

তারা মনে করছেন, বিলটি পাস হলে তা অভ্যন্তরীণ রাজনীতিতে চীনের হস্তক্ষেপের সুযোগ বাড়াবে।

Bootstrap Image Preview