Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রেসিডেন্ট মুরসীর হৃদয়ে সর্বদা ফিলিস্তিন ছিলো: হামাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ২০ জুন ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসীর মন ও হৃদয়ে সর্বদায় ফিলিস্তিনের কথা বিরাজমান ছিল বলে জানিয়েছেন হামাস নেতা ইসমাঈল হানিয়ে। 

বুধবার (২০ জুন) গাজার একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে হামাসের নেতা একথা বলেন। খবর- আনাদোলু এজেন্সীর।

এই নেতা বলেন, প্রেসিডেন্ট হওয়ার আগেও ফিলিস্তিনের কথা সর্বদায় মুরসীর মন ও হৃদয়ে ছিল। প্রেসিডেন্ট হবার পর ফিলিস্তিন সম্পর্কে তিনি বৃহৎ কর্মপন্থা বাস্তবায়ন করতে যাচ্ছিলেন।

ইসমাঈল হানিয়েহ অতীতের কথা স্মরণ করিয়ে বলেন, ২০১২ সালে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আক্রমণের সময় মুরসী গাজাকে রক্ষা করেছিলেন। ক্ষতিগ্রস্থ এলাকার প্রতি সার্বক্ষনিক নজর রেখেছিলেন। গাজার অবকাঠামোগত উন্নয়নের প্রতিও তিনি যথাসাধ্য সম্পৃক্ত থেকেছেন।

হামাস নেতা মুরসীর প্রতি শোক প্রকাশ করত তাঁর স্ত্রীর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Bootstrap Image Preview