Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ০৯:৪২ AM
আপডেট: ১৭ জুন ২০১৯, ০৯:৪৮ AM

bdmorning Image Preview


ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে সরকারি তহবিলের অর্থ আত্মসাতের জন্য রোববার দোষী সাব্যস্ত করেছেন দেশটির একটি আদালত।

তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যক্তিগত ডিনার পার্টিতে খরচ করেছেন বলে প্রমাণ পেয়েছেন আদালত। রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের দায় স্বীকার করায় তার বিরুদ্ধে লঘু শাস্তিযোগ্য অভিযোগ আনা হয়েছিল।

আদালত সারাকে জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন। জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আভিতাল চেন এ রায় অনুমোদন করেন। বিলাসী ভূরিভোজনে সরকারি তহবিল থেকে এক লাখ ডলার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছিল সারার বিরুদ্ধে।

রাষ্ট্রীয় কৌঁসুলির কার্যালয় জানায়, নেতানিয়াহুর স্ত্রীকে তার বিরুদ্ধে তোলা অভিযোগের নিষ্পত্তিতে অতিরিক্ত জরিমানা দিতে হবে।

Bootstrap Image Preview