Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দাড়ি-গোঁফের ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হলো না ওসি মোয়াজ্জেমের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জুন ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ১৬ জুন ২০১৯, ১০:৩৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকার হাইকোর্টে আগাম জামিন আবেদন করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক থাকা ওসি মোয়াজ্জেম হোসেন। গ্রেফতারের সময় তিনি ছদ্মবেশে ছিলেন।

রবিবার (১৬ জুন) ঢাকার হাইকোর্ট এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর পলাতক থাকা ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করেছেন পুলিশ। তবে ছদ্মবেশে থাকায় সেখানে তাকে দেখে প্রথমে চিনতে পারেননি কেউ। হাইকোর্টে কর্মরত গোয়েন্দা সংস্থার সদস্যরা দ্বিধায় পড়ে যান দাড়ি-গোঁফ ওয়ালা মোয়াজ্জেম হোসেনকে দেখে।

এ বিষয়ে গোয়েন্দারা জানান, নুসরাত হত্যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় মোয়াজ্জেম হোসেনের যে ছবি ছড়িয়ে পড়েছিল, রবিবার গ্রেফতার হওয়া মোয়াজ্জেমের সঙ্গে সেই চেহারার মিল খুঁজতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছে।

দায়িত্বশীল সূত্রের মাধ্যমে জানান, সকালে ওসি মোয়াজ্জেম জামিনের জন্য উচ্চ আদালতে আসার পর প্রথমে সুপ্রিম কোর্টের ১১১ নম্বর কক্ষে বসেন।

পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, শাহবাগ থানাধীন কদম ফোয়ারার সামনে থেকে ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গোপন তথ্য ছিল তিনি সেখানে থাকতে পারেন। পরে সে তথ্যের ভিত্তিতেই সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

কৌশলে জামিন আবেদন করার বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ জানান, দুপুর ১টার দিকে আইনজীবী সালমা সুলতানা একটি জামিন আবেদন শুনানি করতে সংশ্লিষ্ট আদালতে উপস্থাপন (ম্যানশন) করেন। কিন্তু তিনি তখন বলেননি যে এটা ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জামিন আবেদন।

এসময় তিনি আরও জানান, রবিবার আদালতে একমাত্র জামিন আবেদন ছিল এটি। কিন্তু সাংবাদিকদের ফোন পেয়েই তার সন্দেহ হয় এটা ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন।

এছাড়াও আদালত সূত্রে জানা যায়, এর আগেও মোয়াজ্জেম হোসেনের পক্ষে অ্যাডভোকেট সালমা সুলতানা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেছিলেন।

প্রসঙ্গত, রবিবার হাইকোর্টের বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ জামিন আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হয়েছিল।

এর আগে ফেনীতে হত্যাকাণ্ডের শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে মামলায় দোষী সাব্যস্ত হলে গত ২৭ মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

পরোয়ানা জারির দুইদিন পর মোয়াজ্জেম হোসেন হাইকোর্টে জামিন আবেদন করেন। কিন্তু আবেদন আদালতে নামঞ্জুর হলে তিনি আত্মগোপণ করেন।

Bootstrap Image Preview