Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তার’ জন্য অর্থ বরাদ্দ চান ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০২:২৪ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০২:২৪ PM

bdmorning Image Preview


দক্ষিণ এশিয়ায় চীনের অব্যাহত প্রভাব ঠেকাতে ‘বঙ্গোপসাগর অঞ্চলের নিরাপত্তার’ জন্য অর্থ বরাদ্দ চান ট্রাম্প। এ ব্যাপারে ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসের কাছে তিন কোটি মার্কিন ডলার সহায়তার অনুমোদন চেয়েছে।

বৈদেশিক সামরিক সহায়তা হিসেবে এই অর্থ বাংলাদেশ শ্রীলংকা ও মালদ্বীপকে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালিস জি ওয়েলস। তিন দেশের সামরিক বাহিনীকে আর্থিক সহায়তার এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ’।

ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল জানিয়েছে, কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটিকে ওয়েলস বলেছেন, ‘আমরা দক্ষিণ এশিয়ায় পররাষ্ট্র দপ্তরের নতুন নিরাপত্তা সহায়তা বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ কর্মসূচির জন্য কংগ্রেসের সহযোগিতা চেয়েছি, যার মধ্যে তিন কোটি ডলার বৈদেশিক সেনাবাহিনীকে অর্থায়নের জন্য রয়েছে। শ্রীলংকা, বাংলাদেশ ও মালদ্বীপের উপকূলীয় ও সীমান্ত নিরাপত্তায় এই অর্থায়ন হবে।’

বৃহস্পতিবার কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটি ‘দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের স্বার্থ ও এফওয়াই ২০২০ বাজেট’ শুনানি হওয়ার কথা ছিল।

কমিটিকে অ্যালিস জি ওয়েলস বলেছেন, ‘আমরা অবকাঠামোগত মান, আঞ্চলিক জ্বালানি ও ডিজিটাল কানেক্টেভিটি এবং সাইবার নিরাপত্তা জোরদারে সহায়তা হিসেবে আরো ছয় কোটি ৪০ লাখ ডলারের জন্য অনুরোধ করছি।’

তিনি জানান, দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা সহায়তা হিসেবে পররাষ্ট্র দপ্তর ২০২০ অর্থবছরের জন্য ৪৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার চেয়েছে। এর মধ্যে ভারত ও মালদ্বীপের জন্য উন্নয়ন তহবিলও রয়েছে। এই অর্থ ২০১৯ সালের জন্য অনুমোদিত বরাদ্দের দ্বিগুণেরও বেশি।

Bootstrap Image Preview