Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ ২ গেরিলা ও পাক বাহিনীর গুলিতে ১ ভারতীয় সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০২:৫৪ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০২:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই গেরিলা নিহত হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে দক্ষিণ কাশ্মিরের সোপিয়ান জেলার আওনীরা এলাকায় সংঘর্ষে দুই গেরিলা নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে সোপিয়ান জেলায় ইন্টারনেট পরিসেবা স্থগিত রাখা হয়েছে।

আজ (মঙ্গলবার) সোপিয়ানের আওনীরা এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ সমন্বিত যৌথবাহিনী ঘেরাও ও তল্লাশি অভিযান চালায়। এসময় লুকিয়ে থাকা গেরিলারা আচমকা যৌথবাহিনীর উপরে গুলিবর্ষণ করলে নিরাপত্তা বাহিনী পাল্টা গুলিবর্ষণ করে জবাব দেয়। এক কর্মকর্তা বলেন, বন্দুকযুদ্ধে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে, গতকাল (সোমবার) জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তে পাক বাহিনীর গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান নিহত ও অন্য একজন আহত হয়েছেন।

জম্মু-কাশ্মিরের ভারত-পাক সীমান্তের শাহপুর সেক্টরে ভারতীয় সেনাচৌকি লক্ষ্য করে পাক বাহিনী গুলিবর্ষণ করলে এক সেনা সদস্য নিহত ও অন্য একজন আহত হয়। পাকিস্তানি সেনারা এসময় গুলিবর্ষণ করার পাশাপাশি মর্টার শেল নিক্ষেপ করলে ভারতীয় সেনারা কঠোর জবাব দিয়েছে। ওই ঘটনায় দুই সেনা জওয়ান আহত হলে চিকিৎসার জন্য তাদেরকে নিকটবর্তী সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়। পুলিশের এক কর্মকর্তা এক সেনা সদস্যের মৃত্যু ও অন্য একজন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview