Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়ায় রোজা না রাখলেই গ্রেফতার, সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৪:১৬ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৪:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মালয়েশিয়ার স্থানীয় পত্রিকা দ্যা ষ্ট্রীট টাইমসে প্রকাশিত একটি সংবাদ নিয়ে সোশ্যাল মিডিয়া সমালোচনার ঝড় বইছে বৃহস্পতিবার থেকে। প্রকাশিত সংবাদে বলা হচ্ছে রোজা না রাখলেই মুসলমানদের গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে মালয়েশিয়া পুলিশ। 

দ্যা নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়েছে, মালয়েশিয়া মুসলমানরা ঐতিহ্যগতভাবে ইসলামের সহনশীল রূপ অনুসরণ করে আসছে। সমালোচকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে সেদেশে রক্ষণশীল মনোভাব বিস্তার লাভ করেছে।

অন্যদিকে  আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে লোকাল কাউন্সিলের ৩২ জন আইন প্রয়োগকারী কর্মকর্তা অভিযান পরিচালনা করছেন। পরিকল্পনার অংশ হিসেবে তারা ছদ্মবেশে খাবারের দোকানগুলোতে নজরদারি চালাচ্ছেন।

 সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে কেউ কেউ বলছেন, ‘মালয়েশিয়ায় শুধু মুসলমান বাস করেনা। এখানে বহুজাতিক ধর্মের লোকজনের বাস রয়েছে। তারা কি পানাহার করতে পারবেনা?’  আর এ ঘটনাকে ‘অপমানজনক বলে অভিহিত করেছেন দেশটির অধিকার রক্ষা আন্দোলনকারীরা’।

দেশটির দক্ষিণাঞ্চলীয় জোহর স্টেটের সেগামাত জেলার ১৮৫টি খাবারের দোকানে অভিযান দলের সদস্যরা ছদ্মবেশে কাজ করবেন। ওই অঞ্চলের জনপ্রিয় খাবার আইটেম ভালো রান্না করতে পারেন এমন দুইজন কর্মকর্তা কাজ করবেন এক একটি দোকানে। এরপর রোজা রাখেননি এমন কেউ খাবারের অর্ডার দিলেই ধরা হবে তাদের।

সেগামাত পৌর কাউন্সিলের সভাপতি মোহাম্মদ মাসনি ওয়াকিমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা বিশেষভাবে কর্মকর্তা নির্বাচিত করেছি যাদের গায়ের রং কালো। কেননা, এখানে কালোরাই এই পেশায় বেশি নিয়োজিত।

তিনি বলেন, ‘ছদ্মবেশী কর্মকর্তারা ইন্দোনেশিয়ান ও পাকিস্তানি ভাষাও ভালো বলতে পারেন যাতে রেস্টুরেন্ট বা খাবারের দোকানে আগতরা বিশ্বাস করে তারা সত্যিকার কুক বা ওয়েটার।

মালয়েশিয়ার কোনও কোনও এলাকায় ইসলামী ও সাধারণ- দুই রকম আইন চালু রয়েছে। এসব এলাকার মধ্যে জোহর স্টেটে কোনও সুস্থ প্রাপ্তবয়স্ক মুসলমান রোজা না রাখলে ছয় মাসের জেল ও ২৫০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

দেশটিতে সিসটারস ইন ইসলাম নামের একটি সংগঠন সেখানকার মুসলমান নারীদের অধিকার রক্ষায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংগঠনটি রোজা নিয়ে বিদ্যমান আইনকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে।

সংগঠনটির পক্ষে বলা হয়েছে, ‘আমরা দৃঢ়ভাবে দাবি করছি, এ ধরনের লজ্জাজনক গুপ্তচরবৃত্তি বন্ধ করার। এ ঘটনা অন্য ধর্মের মানুষের কাছে ইসলাম সম্পর্কে নেতিবাচক ধারণার জন্ম দেবে।’

মালয়েশিয়ায় ৬০ মিলিয়নেরও বেশি অধিবাসী মালয়েশীয় মুসলমান এবং ৬০ শতাংশেরও বেশি সংখ্যক চীনা ও ভারতীয় যারা মুসলমান নয়।

Bootstrap Image Preview