Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ম্যাসেজিং অ্যাপ আনলো টিকটকের মূল প্রতিষ্ঠান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০২:৩৭ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০২:৩৭ PM

bdmorning Image Preview


টিকটকের মালিক ড্যান্সবাইট এখন বিশ্বের সবচেয়ে দামি স্টার্টআপ। প্রতিষ্ঠানটি এবার নতুন ম্যাসেজিং অ্যাপ ফ্লিপচ্যাট নিয়ে হাজির হয়েছে।

একে তারা বলছে ইন্টারেস্ট বেজড ফোরাম। অর্থাৎ এখানে একই বিষয়ে আগ্রহী ব্যক্তিরা ফোরাম বা গ্রুপ চ্যাটের মাধ্যমে একত্রে আলোচনা করার সুযোগ পাবেন। যেমন কেউ যদি সিনেমা পাগল হয় তাহলে বিভিন্নভাবে সিনেমা নিয়ে আলোচনা করার সুযোগ থাকবে অ্যাপটির গ্রুপ চ্যাটে।

আপাতত শুধু চীনেই অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে। চীনের সোশ্যাল মিডিয়া উইচ্যাটের সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ফ্লিপচ্যাটের। এ কারণে ফ্লিপচ্যাট থেকে উইচ্যাটের কোনো লিঙ্কে প্রবেশ করা যাবে না। উইচ্যাটে প্রতি মাসে এখন সক্রিয় ব্যবহারকারী আছেন ১১০ কোটি মানুষ।

চার মাস আগে ভিডিও চ্যাট করার অ্যাপ দোশান এনে উইচ্যাটের ভিডিও কল ফিচারকে চ্যালেঞ্জ জানায় ড্যান্সবাইট। এতে নানা রকম ফিল্টার ও ইফেক্ট দিয়ে শর্ট ভিডিও ক্লিপ তৈরি করা যায়। অ্যাপটিতে পাঠানো প্রাইভেট ম্যাসেজগুলো ৭২ ঘণ্টার মধ্যে মুছে যায়।

Bootstrap Image Preview