Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যতদিন আছি চীনকে পরাশক্তি হতে দিব না: ট্রাম্প

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ২১ মে ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে সন্তোষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ততদিন চীনের পক্ষে বিশ্ব পরাশক্তি হয়ে ওঠা সম্ভব হবে না। 

সোমবার (২০মে) ফক্স নিউজ’কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,  বিশ্ব পরাশক্তি হিসেবে আমেরিকার অবস্থান দখল করতে  চায় চীন। কিন্তু নিঃসন্দেহে চীনের অবস্থা এখনো আমেরিকার মতো ভালো নয়। তিনি দাবি করেন, আমেরিকার অর্থনৈতিক সমৃদ্ধি আটকে দিয়ে চীন আমেরিকাকে ছাড়িয়ে যেতে চায়।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যদি  তার জায়গায় হিলারি ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তাহলে তার শাসনামল শেষ হওয়ার আগেই চীন অর্থনীতিতে আমেরিকার চেয়ে অনেক বেশি সমৃদ্ধশীল হয়ে যেত।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং আন্তর্জাতিক ব্যাংকিক ব্যবস্থা এইচএসবিসি সম্প্রতি ঘোষণা করেছে, ২০৩০ সালের মধ্যেই চীন অর্থনৈতিক শক্তিতে সবাইকে ছড়িয়ে যাবে। চীনের এই অগ্রগতি ঠেকানোর জন্যই ট্রাম্প প্রশাসন সম্প্রতি চীন থেকে আমদানি করার পণ্যের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করেছে। অবশ্য চীনও আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করেছে।

Bootstrap Image Preview