Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিজিসিসিভুক্ত দেশগুলো টহল শুরু করেছে; আমেরিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০৫:১৪ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে যখন মারাত্মক সামরিক উত্তেজনা বিরাজ করছ তখন মার্কিন ৫ম নৌবহর পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসিভুক্ত আরব দেশগুলো সাথে যুক্ত হলে মধ্যপ্রাচ্যে যৌথ টহল দেয়া শুরু করেছে।

মার্কিন বাহিনী সেন্টকম জানিয়েছে, শনিবার থেকে আমেরিকার সঙ্গে যৌথ টহল শুরু করেছে আরব দেশগুলো। আঞ্চলিক নৌবাহিনীগুলো পরস্পরের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়ানো এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার উদ্দেশ্যে এ টহল দেয়া হচ্ছে বলে জানিয়েছে সেন্টকম।

গত সপ্তাহে বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদরদপ্তরে পারস্য উপসাগরীয় এলাকার আরব দেশগুলোর সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠক হয় এবং ওই বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক টহল শুরু হয়েছে।

কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের ফুজায়রা সমুদ্রবন্দরে চারটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে ঘটে। এরপর এ পদক্ষেপ নেয়া হলো। অনেকেই বলছেন, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন বৈধ করার ষড়যন্ত্র হিসেবে জাহাজগুলোতে বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে।

Bootstrap Image Preview