Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাইবেল থেকে স্যামির ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপ জিতবে উইন্ডিজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৩:৪৯ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৩:৪৯ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে ঘিরে ভ্রু কুচকানোর মতো একটি ভবিষ্যদ্বাণী করে আলোচনার শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজ দলের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি।

সম্প্রতি বিশ্বকাপ বিষয়ক একটি অনুষ্ঠানে ক্যারিবীয়দের দুটি টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক স্যামি বলেন, ‘ইতোমধ্যে গেইল জানিয়েছেন বিশ্বকাপের পরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন। তাই গেইলের জন্য হলেও ওয়েস্ট ইন্ডিজের দল এবারের বিশ্বকাপ জিততে চাইবে।’

তিনি বিশ্বকাপের বিজয়ী দল কে হতে পারে সে বিষয়ে খ্রিষ্টানদের ধর্ম শাস্ত্র বাইবেলকে টেনে আরো বলেন, ‘১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ জেতার পর ৪০ বছর হয়ে গেলো। আমি একজন বাইবেল অনুসারী এবং বাইবেলে ৪০ সংখ্যাটি অনেক বেশী ব্যবহৃত হয়েছে। তাই আমি মনে করি, এবারই সঠিক সময় আমাদের ঘুরে দাঁড়াবার। এবারই হয়ে যাবে কিছু একটা।’

অন্যদিকে  দুই বারের বিশ্বকাপ জয়ী উইন্ডিজ অধিনাককের এমন বক্তব্যকে অনেকেই সমর্থন করছেন না। আবার সামির বক্তব্য অনেকের কাছে হাস্যকর বলেও মনে হয়েছে।

তবে এবার বিশ্বকাপ জয়ের ফেবারিটদের তালিকায় একদম বাদ দেওয়া যাচ্ছে না ক্যারিবিয়ানদের। কারণ দলটির তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল, অ্যান্ডু রাসেল,শেই হোপসহ অনেকেই ভালো ফর্মে রয়েছেন।

এদিকে শোনা যাচ্ছে ক্যারিবিয়ানদের বিশ্বকাপ দলে যুক্ত হতে যাচ্ছেন কাইরোন পোলার্ড। যিনি এবার আইপিএল মুম্বাইয়ের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাই পোলার্ড দলে যুক্ত হলে উইন্ডিজ দলের শক্তি আরো বাড়বে সেটি বলার অপেক্ষা রাখে না।

তবে সদ্যগত আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ দিয়ে ক্যারিবিয়ানদের বিশ্বকাপে বিবেচনা করার উপায় নেই। কারণ ক্যারিবিয়ানদের বিশ্বকাপ দলের আট সদস্যই ছিল আয়ারল্যান্ড সফরে।

Bootstrap Image Preview