Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাস্তায় ধান ছিটিয়ে রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৯:৩৩ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


সারাদেশে ধানের দাম বৃদ্ধি করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়েলর (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার ( ১৫ মে) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সরকারের কাছে কৃষকদের উৎপাদিত ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনের আগে শিক্ষার্থী রাস্তায় ধান ছিটিয়ে দিয়ে বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। আর এটি সচল রাখে এদেশের কৃষকেরা। তারা যে কৃষিপণ্য উৎপাদন তার পণ্যের যদি ন্যায্যমূল্য না পায় তাহলে দেশের অর্থনীতির চাকা অচল হয়ে যাবে। এ অর্থনীতির চাকা সচল করতে হলে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

তারা বলেন, সরকার যখন কৃষিপণ্যের দাম ঠিক করে দেয় তখন ব্যবসায়ীরা ধান কেনে না। পরে আবার তারা অনেক কম দামে কৃষকের কাছ থেকে ধান কেনে ঠিকই নির্ধারিত দামে সরকারের কাছে ধান বিক্রি করে। কৃষকেরা যদি ন্যায্যমূল্য না পায় তাহলে তারা ধান উৎপাদন করে কী করবে?

এ সময় বক্তারা বলেন, শুধু ধান নয় সকল কৃষিপণ্যের উপযুক্ত দাম নিশ্চিত করতে হবে। কিছুদিন আগে আমরা কৃষককে মাঠে ধান পুড়িয়ে দিতে দেখেছি। এর আগে তারা দাম না পাওয়ায় টমেটো, আলু রাস্তায় ফেলে দিয়েছেন। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সরাসরি কৃষকের কাছ থেকে শস্য কিনতে হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে হবে।

তারা আরও বলেন, শিক্ষার্থীরা এই দেশের কৃষক-শ্রমিকদের, জনগণের টাকায় পড়াশোনা করে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়েও সেই দায়বদ্ধতা থেকে কৃষক পরিবারের সন্তানেরা রাস্তায় এসে দাঁড়িয়েছি।

মানববন্ধনে সুমন মোড়ল, মেহেদী হাসান, আব্দুল মজিদ অন্তর, মাসুদ রানা, আভা, মহব্বত হোসেন, তানভীর খন্দকার, মাহমুদ সাকী বক্তব্য দেন।

Bootstrap Image Preview