Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাহীর ৫ উইকেট, ২৯২ রানে থামলো আয়ারল্যান্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০১৯, ০৭:১৬ PM
আপডেট: ১৫ মে ২০১৯, ০৭:১৬ PM

bdmorning Image Preview


ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে টাইগাররা। আজ নিয়মরক্ষার ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছেন মাশরাফিরা। প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯২ রান করেছে স্বাগতিক আয়ারল্যান্ড। জয়ের জন্য টাইগারদের ২৯৩ রান প্রয়োজন।

এই দিন টাইগারদের হয়ে বল হাতে চমক দেখিয়েছেন আবু জায়েদ রাহী। ডান- হাতি এই পেসার নয় ওভার বোলিং করে ৫৮ রান দিয়ে নিয়েছেন পাঁচ উইকেট। এটি তাঁর আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের সেরা বোলিং স্কোর। 

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসেন এবং আবু জায়েদ রাহী।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, জেমস ম্যাককলম, অ্যান্ডি বলবার্নি, উইলিয়াম পোর্টারফিল্ড, কেভিন ওব্রায়েন, মার্ক এডায়ার, গ্যারি উইলসন, জর্জ ডকরেল, বয়েড র্যানকিন, ব্যারি ম্যাকার্থি এবং জশুয়া লিটল।

Bootstrap Image Preview