Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্লিক বাড়াতে গিয়ে শিষ্টাচার ভুলে গেছেন জাকারবার্গ: ফেসবুক সহ-প্রতিষ্ঠাতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ মে ২০১৯, ০৬:২১ PM
আপডেট: ১০ মে ২০১৯, ০৬:২১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এখনই ফেসবুক বন্ধ করে দেয়া উচিত। সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন মার্ক জাকারবার্গের সাবেক রুমমেট তথা ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস হিউজেস। নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি এই মন্তব্য করেন। 

হিউজেস বলেন, আমরা এমন এক জাতি যেখানে একচ্ছত্র আধিপত্যে লাগাম দেয়া হয়েছে, মার্কের ক্ষমতা প্রশ্নাতীত এবং অ-আমেরিকান সুলভ।

হিউজেস জানিয়েছেন, ১৫ বছর হয়ে গেল হাভার্ডে আমি ফেসবুক সহ-প্রতিষ্ঠা করি। এটাও সত্যি যে, গত এক দশকে আমি ওই সংস্থার জন্য কোনো কাজ করিনি। কিন্তু তবুও আমি ক্ষোভ ও দায়িত্ববোধে ভোগি।

মার্ক অত্যন্ত ভালো ও দয়ালু মানুষ। কিন্তু উন্নয়নের দিকে নজর থাকায় ক্লিক বাড়াতে গিয়ে নিরাপত্তা ও শিষ্টাচার সে ভুলে গেছে। ওর আশপাশে এমন কিছু মানুষ ও কর্মী সব সময় ঘিরে থাকে, যারা ওর এই বিশ্বাসকে চ্যালেঞ্জ না করে তাতে ইন্ধন জোগায়।

তবে হিউজেসের মন্তব্য সম্পর্কে ফেসবুকের পক্ষ থেকে এখনও কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। বর্তমানে সংস্থাটির মালিকানাধীন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের প্রতিটিতে ১০০ কোটির বেশি ইউজার রয়েছেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে হাভার্ডে সংস্থার চিফ একজিকিউটিভ অফিসার মার্ক জাকারবার্গ এবং ডাস্টিন মস্কোভিৎজের সঙ্গে ফেসবুক তৈরি করেন ক্রিস হিউজেস। ২০০৭ সালে তিনি সংস্থা ত্যাগ করেন এবং পরে লিংকেডিন সাইটে এক পোস্টের মাধ্যমে জানান, তিন বছর ফেসবুকের সঙ্গে কাজ করার ফলে তিনি ৫০ কোটি ডলার উপার্জন করেছেন।

 

 

Bootstrap Image Preview