Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রুয়েটে আজ থেকে পবিত্র রমযান ও গ্রীষ্মকালীন অবকাশ শুরু 

শাহাবুদ্দীন ইসলাম, রাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০৯:৩৫ PM
আপডেট: ০৪ মে ২০১৯, ০৯:৩৫ PM

bdmorning Image Preview


রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পবিত্র রমযানের এবং গ্রীষ্মকালীন অবকাশ শুরু হয়েছে শনিবার (৪ মে)  থেকে। অবকাশ চলবে ১৪ জুন পর্যন্ত।  

শনিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব ঘোষিত সময়সূচি মোতাবেক বিভিন্ন বিভাগের পরীক্ষাসমূহ রমযানের অবকাশ থাকলেও যথারীতি অনুষ্ঠিত হবে। রমযানের অবকাশকালীন সময়ে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চলবে। 

অন্যদিকে, রুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি ৩১ মে থেকে শুরু হয়ে তা চলবে ১৪ জুন পর্যন্ত। এ সময়ে রুয়েটের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

পবিত্র রমযানের অবকাশ, শব-ই-কদর, ঈদ-উল-ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি শেষে আগামী ১৪ জুন রুয়েটে সকল ক্লাশ ও একাডেমিক কর্মকাণ্ড পুনরায় শুরু হবে।  


 

Bootstrap Image Preview