Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ ফাইনালে উঠতে বাংলাদেশের সামনে মঙ্গোলিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ৩০ এপ্রিল ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে আজ মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুর হবে সন্ধ্যা ৬টায়।

ইনজুরিতে পড়েছেন আগেই দুই ম্যাচের গোলদাতা কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না। ফাইনালে ওঠার লড়াইয়ে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে পাচ্ছে বাংলাদেশ দল। বিকল্প হিসেবে সাজেদা ও তহুরা খাতুনকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন বাংলাদেশ কোচ।

আজকের ম্যাচে শারীরিক শক্তি নয় সৃষ্টিশীল ফুটবল দিয়ে মঙ্গোলিয়াকে পরাস্ত করতে চাইছেন বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘কিরগিজস্তান রক্ষণে জমাট হয়ে শরীরনির্ভর ফুটবল খেলতে চেয়েছে। মঙ্গোলিয়াও অনেকটা তাই করার চেষ্টা করবে। সে অনুযায়ীই দলের পরিকল্পনা হয়েছে। আমরা আমাদের নিজেদের খেলাটাই খেলতে চাই।’

দলগত পারফরম্যান্স সব সময়ই উপভোগ্য। তাই তো টুর্নামেন্টে বাংলাদেশের ম্যাচে দর্শকের ঢল নেমেছিল গ্যালারিতে। জয়ে মিলবে ফাইনালের টিকিট। তাই এ ম্যাচেও দর্শকদের উম্মাদনা একটু বেশি থাকাটা স্বাভাবিক।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ গোলের জয়ে মিশন শুরু বাংলাদেশের। পরের ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে জয় ২-১ গোলের।

Bootstrap Image Preview