Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে বাংলার মেয়েরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ২৬ এপ্রিল ২০১৯, ০৯:২০ PM

bdmorning Image Preview


বঙ্গমাতা গোল্ডকাপের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। জয়ের এই ধারা অব্যাহত রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে  কৃষ্ণা-সানজিদারা।

এই দিন ম্যাচের ২৯ সেকেন্ডের মাথায়ই গোলের দেখা পায় বাংলাদেশ। এ সময় বামদিক থেকে মার্জিয়ার নেওয়া শট রুখে দেওয়ার চেষ্টা করেন কিরগিজস্তানের গোলরক্ষক। কিন্তু তিনি বল ধরতে পারেননি। ফাঁকায় বল পেয়ে সানজিদা আক্তার বাম পায়ের  শটে বল জালে পাঠান।
এরপর প্রথমার্ধে আর কোন গোলের দেখা পায় না সানজিদারা। 

বিরতির পর কৃষ্ণা রানী সরকার গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয় গোল দেওয়ার পর বাংলার মেয়েরা যখন আনন্দে ভাসছে তখন ৬৯ মিনিটের মাথায় একটি গোল পরিশোধ করে কিরগিজস্তান।  

এরপর আর কোন দলই গোলের দেখা পায় না। ফলে ২-১ গোলের জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে বাংলার মেয়েরা। 

Bootstrap Image Preview