Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, আগষ্ট ২০১৯ | ২ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

চেন্নাই আমাকে আর কিনবে নাঃ ধোনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৫:৪৬ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview


সবচেয়ে বেশি ৯ বার আইপিএলের প্লে অফ খেলেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলেও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। কি এমন জাদু জানেন ধোনি যার জন্য ? যার কেরামতিতে চেন্নাই থাকে এতো চাংগা। 

ক্যাপ্টেন ধোনি সেই রহস্য ফাঁস না করে বলেছেন, অবসর গ্রহণ করলে তবেই সেই সাফল্যের মন্ত্র ফাঁস করা সম্ভব। 

এই প্রসঙ্গে ধোনি বলেন, 'সবাইকে যদি বলে দেই চেন্নাইয়ের সাফল্যের মন্ত্র, তাহলে সিএসকে তো আমাকে নিলামে কিনবেই না। ভক্ত ও ফ্র্যাঞ্চাইজির সমর্থনটাই আসল। চেন্নাইয়ের সাফল্যের জন্য সমর্থকদের কৃতিত্ব দিতেই হবে। এর বেশি কিছু বলা সম্ভব নয়।' আসলে দীর্ঘদিন একই দল ধরে রাখা, ক্রিকেটারদের মধ্যে বোঝাপড়া এবং অবশ্যই ক্রিকেটারদের দক্ষতা বাকি ফ্র্যাঞ্চাইজিদের থেকে এগিয়ে রেখেছে চেন্নাই সুপার কিংসকে। সেই কারণেই আইপিএলে চেন্নাই এতটা ধারাবাহিক।

Bootstrap Image Preview