Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন না শোয়েব আখতার !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৪:৪১ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৪:৪১ PM

bdmorning Image Preview


আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে নিজের দেশ পাকিস্তানকে গোণার বাহিরে রাখছেন সাবেক খেলোয়াড় শোয়েব আখতার। কোন ভাবেই পাকিস্তানের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন না কিংবদন্তি এই পেসার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব  বলেন, ‘সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ড দলের সিরিয়াস না থাকার দুর্নাম আছে। তাদের বোলিংয়ে কিছুটা সমস্যা আছে। তবে দলটিকে পুরোপুরি ভারসাম্যপূর্ণই মনে হচ্ছে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তবে আমি বলব ইংল্যান্ডই বিশ্বকাপ জিতবে। আমার মনে হয় পাকিস্তান সেমিতে খেলার বড় দাবিদার হবে।’

তিনি আরও বলেন,‘খেলোয়াড়দের মধ্যে পাঁচজনের মতো অবসর নিতে যাচ্ছেন। তারা আরেকটি বিশ্বকাপ পাবেন না। তাই বিশ্বকাপে পারফর্ম করার বড় একটা চাপ থাকবে তাদের ওপর।’

Bootstrap Image Preview