Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্রুততম সেঞ্চুরি করে গেইলকেও হারমানালেন জর্জ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৩:২৫ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৩:২৫ PM

bdmorning Image Preview


সরকারি তকমা না থাকায় টি-টোয়েন্টিতে দ্রুততম  সেঞ্চুরির রেকর্ড ভাঙা হলো না জর্জ মুন্সের। মাত্র ২৫ বলে সেঞ্চুরি করে নজর কেড়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। 

এই দ্রুত সেঞ্চুরি করতে  তিনটি চার ও ৭টি ছক্কার সাহায্যে ১৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন৷ পরের আট বলে তিনি সাতটি ছক্কা ও একটি চার মেরে পৌঁছে যান তিন অঙ্কে৷ অর্থাৎ ৪টি চার ও ১৪টি ছক্কার সাহায্যে ২৫ বলে শতরান পূর্ণ করেন মুন্সেই৷ 

হিউয়িটের এক ওভারে ছ’টি ছক্কাও হাঁকান গ্লস্টারের বাঁ-হাতি ওপেনার৷ শেষ পর্যন্ত ৫টি চার ও ২০টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ১৪৭ রান করে আউট হন তিনি৷

এর আগে ২০১৩ আইপিএলে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৭৫ রানের রেকর্ড ইনিংস খেলার পথে ক্রিস গেইল গড়েছিলেন ৩০ বলে সেঞ্চুরি করার নজির৷ শুধু টি-২০ ক্রিকেটেই নয়, স্বীকৃত যে কোনও ফর্ম্যাটের ক্রিকেট ম্যাচে এটই এখনও পর্যন্ত দ্রুততম শতরানের রেকর্ড৷

Bootstrap Image Preview