Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীতে কাবাডি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০৩:২১ PM

bdmorning Image Preview


জেলা ক্রীড়া অফিস দিনাজপুরের সহয়োগীতায় জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-১৯ কাবাডি প্রতিযোগীতা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে  আর্দশ উচ্চ বিদ্যালয় কাবাডি দলের সাথে ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয় কাবাড়ি দলের এক প্রীতি কাবাডী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় ২-৩ সেটে জি,এম পাইলট উচ্চ বিদ্যালয় কাবাডি দল চ্যাম্পিয়ান হন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ান ও রার্নারআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রকিবুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামিউল আলম,জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকালী প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাফিজ, সিনিয়ার শিক্ষক প্রদিপ চন্দ্র সরকার, বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ভক্তি কুমার ঝাঁ, শিক্ষক গবিন্দ চন্দ্র সরকার প্রমূখ। কাবাডি খেলা পরিচালনা করেন ফুলবাড়ী জি,এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ হারুন-উর-রশীদ ও  আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ শাহ আলম।

Bootstrap Image Preview