Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকায় সন্ত্রাসী হামলাকারীরা ব্রিটেন-অস্ট্রেলিয়ায় উচ্চতর ডিগ্রিধারি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০১৯, ০২:৫৭ PM
আপডেট: ২৪ এপ্রিল ২০১৯, ০২:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলংকার গির্জা ও হোটেলে সিরিজ বোমা হামলাকারীদের একজন ব্রিটেন ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে শ্রীলংকার উপপ্রতিরক্ষামন্ত্রী রাবন বিজয়াবর্ধন বলেন, আমি মনে করি, আত্মঘাতী হামলাকারী ব্রিটেনে পড়াশোনা করেছেন। পরে স্নাতকোত্তর করেছেন অস্ট্রেলিয়ায়। এর পর ফিরে এসে শ্রীলংকায় স্থায়ীভাবে বসবাস করেন।

তিনি বলেন, হামলাকারীদের অনেকের সঙ্গে আন্তর্জাতিক সংযোগ রয়েছে। তারা দেশের বাইরে বসবাস ও পড়াশোনা করেছেন।

‘এ হামলাকারীরা সুশিক্ষিত, মধ্য ও উচ্চমধ্যবিত্ত পরিবার থেকে তারা এসেছেন। কাজেই অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী ছিলেন। তাদের পরিবারগুলোও অর্থনৈতিকভাবে সচ্ছল। এটিই হচ্ছে হামলার সবচেয়ে হতাশাজনক দিক, বললেন লংকান উপপ্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, হামলাকারীদের অনেকে বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন। মঙ্গলবার দিবাগত রাতে ১৮ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। এ নিয়ে আটকের সংখ্যা ষাটের বেশি।

এ হামলার ঘটনায় এখন পর্যন্ত ৩৫৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচশতাধিক। বিজয়াবর্ধন বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। আসছে দিনগুলোতে আরও সন্দেহভাজন গ্রেফতার হবেন।

তিনি আরও বলেন, আগামী দুদিনের মধ্যে দেশের পরিস্থিতি নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে।

Bootstrap Image Preview