Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সরফরাজের ভাবনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:০৫ PM
আপডেট: ২৩ এপ্রিল ২০১৯, ০৩:০৫ PM

bdmorning Image Preview


বিশ্বকাপের দল ঘোষণার পর পাকিস্তানের সংবাদ মাধ্যম গুলোর মুখোমুখি হয়েছেন অধিনায়ক সরফরাজ খান। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তরে ভারতের বিপক্ষে নিজেরাই এগিয়ে থাকবেন বলে জানিয়েছেনি তিনি। 

বিশ্বকাপে কে জিতবে?‌ ফেবারিট হিসেবে পাকিস্তানকে কেউই বেছে নেননি। তা নিয়ে পাক অধিনায়ক সরফরাজ আহমেদের কোনও আক্ষেপ নেই। উল্টে '‌আন্ডারডগ'‌ হয়েই তিনি খুশি!‌ সরফরাজ বলেছেন, '‌আমরা যদি ফেবারিট হিসেবে বিশ্বকাপে খেলতে যেতাম, তা হলে সমস্যা হত। আন্ডারডগ হওয়ায় আমাদের ওপর চাপ কম থাকবে।'‌

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে কী হবে?‌ সরফরাজ সেই প্রথমে বিতর্কে ঢুকতে চাননি। ইচ্ছে করে বিষয়টিতে জল ঢালতে বলেন, '‌বিশ্বকাপের ৯টা ম্যাচই গুরুত্বপূর্ণ। অন্য ম্যাচগুলোকে আমরা যেভাবে দেখছি, ভারতের বিরুদ্ধে ম্যাচটাও সেভাবেই দেখব।'‌

এরপর একটু থেমে সরফরাজ অবশ্য যোগ করেন, '‌খুব বেশি দিন আগের কথা নয়। আমরা বড়সড় এক টুর্নামেন্টে ভারতকে হারিয়েছিলাম। তাই মনে রাখবেন, অ্যাডভান্টেজ আমাদের।'‌

বিশ্বকাপে পাকিস্তানের স্লোগান কী?‌ সরফরাজ জানিয়েছেন, '‌উই হ্যাভ, উই উইল'‌।

Bootstrap Image Preview