Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীলংকায় বোমা হামলার ঘটনায় মোদির নিন্দা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ২১ এপ্রিল ২০১৯, ০৫:২১ PM

bdmorning Image Preview


শ্রীলংকায় গির্জা, হোটেল ও চিড়িয়াখানায় সিরিজ বোমা হামলার নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্তায় তিনি এই নিন্দা জানান।

এক টুইট বার্তায় মোদি বলেন, ‘আমাদের অঞ্চলে এ ধরনের বর্বতার কোনো স্থান নেই।’ এ সময় শ্রীলংকানদের প্রতি সংহতি জানান তিনি। এ ছাড়া যেকোনো প্রয়োজনে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতিও দেন ভারতের এই প্রধানমন্ত্রী।

আজ রবিবার (২১ এপ্রিল) সকালে শ্রীলঙ্কায় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলা চালানো হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৯০ জনে দাঁড়িয়েছে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব ইস্টার সানডে উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনা চলছিল। এই সময়ই চালানো হয় ভয়াবহ হামলা।

Bootstrap Image Preview