Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরাকি সীমান্তে পিকেকের হামলায় ৪ তুর্কি সেনা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০১৯, ০৫:৪১ PM
আপডেট: ২০ এপ্রিল ২০১৯, ০৫:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্থান ওয়ার্কার্স পার্টির(পিকেকে) সঙ্গে সংঘর্ষে তুরস্কের চার সেনা নিহত হয়েছেন। শুক্রবার ইরাকি সীমান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

ডিমিরোরেন সংবাদ সংস্থা জানিয়েছে, হাক্কারি প্রদেশের পাহাড়ি কুখুরকা জেলায় একটি সেনা ঘাঁটি হামলার শিকার হয়েছে। পরবর্তীতে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে তুর্কি সেনাবাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্ক-ইরাক সীমান্তে চলমান অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত হয়েছেন। যদিও তাদের বাঁচাতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছিল।

এছাড়া আরও দুই সেনা নিহত ও ছয়জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

তবে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা অব্যাহত রয়েছে। ১৯৮৪ সাল থেকে দক্ষিণপূর্ব কুর্দিশ এলাকায় স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে পিকেকে বিদ্রোহীরা।

তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

Bootstrap Image Preview