Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদি যুবরাজকে আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব’র সম্মাননা দিল পাকিস্তান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ১৭ এপ্রিল ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ২০১৮ সালের আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্ব’র সম্মাননা দিয়েছে পাকিস্তান।

গতকাল মঙ্গলবার ইসলামাবাদে রাষ্ট্রপতি আরিফ আলভীর উপস্থিতিতে পাকিস্তান ওলামা কাউন্সিল সৌদি যুবরাজকে ২০১৮ সালের সেরা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ঘোষণা করে।

সৌদি যুবরাজ সালমানের পক্ষে পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকি রাষ্ট্রপতির হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেছেন।

আরব নিউজে বলা হয়েছে, ইসলামের খেদমত, পবিত্র দুইটি মসজিদ রক্ষণাবেক্ষণ, ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিনি মুসলনমানদের অধিকার রক্ষাসহ পাক-ভারত উত্তেজনা নিরসনে সালমানের অবদানের জন্য এই সম্মাননা দেয়া হয়েছে।

তবে এর আগে সংবাদ সংস্থা আল-জাজিরায় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান, সালমানকে একজন ক্রিমিনাল হিসেবে অভিহিত করেছিলেন।

সেসময় কারমান জানিয়েছিলেন, ইয়েমেনকে ধ্বংস করে দিচ্ছে সৌদি যুবরাজ সালমান।

এদিকে যুবরাজ সালমান গত বছরের (২ অক্টোবর) সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিশ্বব্যাপী  ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন। 

 

Bootstrap Image Preview