Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, আগষ্ট ২০১৯ | ২ ভাদ্র ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

২১ এপ্রিলই শবে বরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


আগামী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে। শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

আজ (মঙ্গলবার) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ধর্ম প্রতিমন্ত্রী।

এর আগে গত ৬ এপ্রিল সারা দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানায় ধর্ম মন্ত্রণালয়। তাই নিয়ম অনুযায়ী ১৪ শাবান রাত, অর্থাৎ ২১ এপ্রিল রাতে শবে বরাত পালন করার কথা। কিন্তু ‘মজলিসু রুইয়াতুল হিলাল’ নামের একটি সংগঠন দাবি করে, ৬ এপ্রিল শাবানের চাঁদ দেখা গেছে। এ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

চাঁদ দেখা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে আলেম-ওলামাদের নিয়ে গঠিত ১১ সদস্যের সাব-কমিটি করা হয়। এই কমিটির সুপারিশে ২১ এপ্রিল শবে বরাত পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

Bootstrap Image Preview