Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০১৯, ১০:০০ AM
আপডেট: ১৬ এপ্রিল ২০১৯, ১০:০০ AM

bdmorning Image Preview


আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার ৩৫৭ জন কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

সোমবার (১৫ এপ্রিল) বেলা ১২টায় শরীয়তপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে আউশ প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের উপ-পরিচালক মো: রিফাতুল হোসাইন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মাহবুর রহমান শেখ, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষককে প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমির জন্য বিনামূল্যে উফশী জাতের ৫ কেজি ধানের বীজ (বিআর-২৬, ব্রি-ধান-২৮, ব্রি-ধান-৪৮ ও নেরিকা), ডিএপি সার ১৫ কেজি ও এমপিও সার ১০ কেজি করে প্রদান করা হয়।

Bootstrap Image Preview