Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালিকের খোঁজে আদালতে গরু!

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৪৩ AM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১১:৪৩ AM

bdmorning Image Preview


রূপকথার গল্পেই মতই শুনতে মনে হলেও এবার মালিককে শনাক্ত করতে গরুকে হাজির করা হলো আদালতে। বিচিত্র এই ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের যোধপুরের এক স্থানীয় আদালতে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার গরু নিয়ে এমনই একটি ঘটনা ঘটেছে,। গরুর মালিক কে, তা নির্ধারণ করার জন্য কাল স্বয়ং গরুকেই হাজির করা হয় আদালতে।

সংবাদসংস্থা এএনআইকে আইনজীবী রমেশ কুমার বিষ্ণোই বলেন, ‘কে গরুর মালিক, তা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করছিল পুলিশকর্মী ওমপ্রকাশ এবং শিক্ষক শ্যাম সিংহ। তারপর দুজনেই একটি বিষয়ে সহমত হওয়ার পর গরুটিকে গোয়ালে নিয়ে যাওয়া হয়। কিন্তু,ঝামেলাটি সেখানেই শেষ হলো না।’

গত বছর মান্দোরা থানায় মামলাটি দায়ের করা হয়। পুলিশ এর সমাধান না করতে পারায় যোধপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মামলাটি।

এই মামলার শুনানি হবে ফের আগামী ১৫ এপ্রিল। কে গরুর মালিক,তা নিয়ে সিদ্ধান্ত জানাবেন বিচারপতি। সেই রায় শোনার জন্য আদালতে ফের গরুটি উপস্থিত থাকবে কি না,তা অবশ্য জানা যায়নি!

Bootstrap Image Preview