Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঢাকা সফরে আসছে মেসির আর্জেন্টিনা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করতে পারে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২১ সালে তাদেরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশে আর্জেন্টিনার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরুর সাথে বৈঠকের সময় এমন প্রত্যাশার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জাতীয় দলের সফর নিয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের প্রতিক্রিয়া জানা যায়নি।

এর আগে ২১ মার্চ আর্জেন্টিনায় এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে বাংলাদেশের ফুটবলারদের প্রশিক্ষণের কথা তুললে তাতে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী জর্জ মার্সেলো ফাউরি।

প্রসঙ্গত, ২০১১ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন লিওনেল মেসিসহ আর্জেন্টিনা দল। সেবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে অংশ নেন তারা।

Bootstrap Image Preview